ভারত ও চীনের সীমান্ত সেনারা দেশ দুটির মধ্যকার উত্তরাঞ্চলীয় সীমান্তের চুসুল-মোলদু এলাকায় একটি যৌথ মহড়া চালিয়েছে। 'সাইনো-ইন্ডিয়া কো-অপারেশন ২০১৬' নামে এই মহড়া দেশ দুটির মধ্যকার প্রথম কৌশলগত কোনো মহড়া। দেশ দুটির গৃহীত চলমান উদ্যোগের অংশ হিসেবে দিনব্যাপী এই মহড়া চালানো হয় বলে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়। খবর দ্য হিন্দুর
ভারত ও চীনের মধ্যকার সীমান্ত 'লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল'এ মোতায়েন উভয় দেশের সেনাদের মধ্যে পারস্পরিক বিনিময় বাড়ানো এবং এর মাধ্যমে সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যেই কৌশলগত এই মহড়ার উদ্দেশ্য। সম্প্রতি সিকিমেও একই ধরনের মহড়া চালিয়েছে এশিয়ার এই দুই জায়ান্ট।
বিডি-প্রতিদিন/৮ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ