তাইওয়ানে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে প্রায় ৬০ ঘণ্টা পর সোমবার এক বালিকাকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির তাইনান প্রদেশের বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এদিন আরও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এর আগে এক নারীকে তার স্বামীর মরদেহের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। পাশে পড়ে ছিল তাদের সন্তানের লাশ।
সোমবার পর্যন্ত ৩১০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। এর মধ্যে প্রায় ১০০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তা ছাড়া দেশটির কর্মকর্তারা আশঙ্কা করছেন, এখনো প্রায় শতাধিক লোক ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে আছে।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
বিডি-প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ