যুক্তরাষ্ট্রের ২০১৬ নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয় পেয়েছেন রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। আর ডেমোক্রেট দল থেকে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রত্যাশামাফিক জয় পেয়েছেন ভেরমোন্ট সিনেটর বার্নি স্যান্ডার্স। স্থানীয় সময় মঙ্গলবার এ প্রাইমারি অনুষ্ঠিত হয়।
নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে শেষ খবর পর্যন্ত ব্যবসায়ী ট্রাম্প ৩৪ শতাংশ ভোট পেয়েছেন। ১৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন কাসিচ। আর ১২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন টেক্সাস সিনেটর টেড ক্রাজ। অপরদিকে ডেমোক্রেট প্রার্থী বার্নি স্যান্ডার্স পেয়েছেন ৫৯ শতাংশ ভোট। অার হিলারি ক্লিনটন পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।
এর আগে ১ ফেব্রুয়ারি আইওয়া ককাসে ডেমোক্রেট দল থেকে জয়ী হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। অন্যদিকে, রিপাবলিকান দল থেকে ২৭.৬ শতাংশ ভোট পেয়ে জয়ী হন টেক্সাসের সিনেটর টেড ক্রুজ। তার প্রধান প্রতিদ্বন্দ্বি ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও পান যথাক্রমে ২৪.৩ ও ২৩.১ শতাংশ ভোট।
উল্লেখ্য, চলতি বছরের ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৮তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের জন্য প্রেসিডেন্ট প্রার্থী মনোনয়নের লক্ষ্যেই দেশব্যাপী জুন পর্যন্ত প্রাইমারি অনুষ্ঠিত হবে। এরপর জুলাইয়ে উভয় দলের জাতীয় কনভেনশনে প্রার্থীতা নিশ্চিত করা হবে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ