চার ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাব পেশ করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার তিনি প্রস্তাব পাঠিয়েছেন এবং এটি হচ্ছে তার সর্বশেষ বজেট। ২০১৭ সালের ১ অক্টোবর শুরু অর্থ বছরের এ বাজেটে ১৯ বিলিয়ন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে সাইবার সিকিউরিটির জন্যে। এছাড়া নির্বাচনের পর দায়িত্ব হস্তান্তরের মধ্যবর্তী সময়ে বিশেষ ব্যয়ের খাতকে তিনি সংকুচিত করেছেন।
প্রস্তাবে অভ্যন্তরীণ এবং সামরিক খাতে ব্যয়ের বিশেষ একটি বরাদ্দ রাখা হয়েছে যার পরিমাণ মোট প্রস্তাবের এক চতুর্থাংশ। সোশ্যাল সিকিউরিটি, মেডিকেইড এবং অত্যাবশ্যকীয় আরও কটি খাতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
এদিকে, চলতি অর্থ বছরে ঘাটতি ৪৩৮ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৬১৬ বিলিয়ন ডলার হবে। গত ডিসেম্বরে সরকারী কর্মকর্তাদের বেতন ভাতা নিয়ে যে সংকট দেখা দিয়েছিল, সে সময় কংগ্রেস ও হোয়াইট হাউজের মধ্যে সমঝোতার কারণে বাজেটে ঘাটতি বাড়বে বলে সংশ্লিষ্টরা উল্লেখ করেন।
বিডি-প্রতিদিন/ ১০ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা