চীনের দক্ষিণাঞ্চলীয় শহর গানজুর এক ব্যক্তির শরীরে লাটিন আমেরিকায় ছড়িয়ে পড়া জিকা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। ৩৪ বছর বয়সী ওই ব্যক্তিভেনেজুয়েলা সফর করে সম্প্রতি দেশে ফিরেন। গতকাল মঙ্গলবার তার শরীরে ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত করা হয়। চীনের জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশন একথা জানায়। খবর এপির
গত মাসের ২৮ তারিখে ভেনেজুয়েলায় ওই চীনা নাগরিকের শরীরে ভাইরাসটির উপস্থিতি রয়েছে এমন সন্দেহে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর গত ৫ ফেব্রুয়ারি সে হংকং ও দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেন হয়ে গানজুতে ফিরেন। এরপরই পরীক্ষা করে তার শরীরে জিকার উপস্থিতি নিশ্চিত করা হয়।
কমিশন আরো জানায়, ওই ব্যক্তির শরীরের তাপমাত্রার এখন স্বাভাবিক রয়েছে এবং তার শরীরের র্যাশও কমে আসছে।
বিডি-প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ