সিরিয়ায় 'যুদ্ধবিরতি'তে সম্মত হয়েছে বিশ্বশক্তি বলে পরিচিত দেশগুলো। জার্মানির মিউনিখে মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রস্তাবটি উপস্থাপন করেন। সপ্তাহ কালব্যাপী এ বিরতিতে সিরিয়ায় মানবিক সহায়তা বাড়ানোর ব্যাপারেও সবাই একমত হয়েছেন।
রুশ সহযোগিতায় সিরীয় বাহিনী আলেপ্পোয় প্রবেশের পরপরই এ যুদ্ধবিরতির ঘোষণা আসলো।
তবে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ও আল-নুসরা ফ্রন্ট এ যুদ্ধবিরতির আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।
যুদ্ধবিরতির প্রস্তাবটি পাস হওয়ার পর জন কেরি বলেন, শুধু কাগজের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রস্তাবনার বিষয়গুলো আমাদের মাঠেও বাস্তবায়ন করতে হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডে মিস্তুরা।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ