ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার (১৪ জুলাই) জনতার ওপর ট্রাক চালিয়ে অন্তত ৮০ জন নিরীহ মানুষকে হত্যাকারী চালকের পরিচয় জানা গেছে। সে তিউনিসীয় বংশোদ্ভূত। একই সঙ্গে সে ফ্রান্স ও তিউনিসিয়ার দ্বৈত নাগরিক (ডুয়াল সিটিজেনশিপ)। তার বয়স ৩১ বছর। নিস শহরেই সে বাস করতো।
বিএফএম টিভি পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক একটি সংবাদসংস্থার দেওয়া তথ্য থেকে একথা জানিয়েছে।
ভয়াবহ সন্ত্রাসী হামলাকারী ওই চালকের মৃতদেহের পাশে পড়ে থাকা একটি আইডি কার্ড থেকে চালকের পরিচয় শনাক্ত করা হয়।
এই নৃশংস হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৮০ জন নিরীহ নারী-পুরুষ ও শিশু নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চালক দ্রুতগতির ট্রাকটিকে মানুষের ওপর তুলে দেয়। এরপর এলোপাতাড়িভাবে প্রায় দুই কিলোমিটার চালিয়ে যায়। এসময় বহু মানুষ ট্রাকের নিচে পড়ে হতাহত হয়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ