ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের সুরিগাও ডেল নোর্তে আজ বৃহস্পতিবার ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলোজি অ্যান্ড সিসমোলোজি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিন্দানাও দ্বীপের সুরিগাও ডেল নোর্তে প্রদেশের বার্গোস থেকে ২শ ৫৩ কিলোমিটার উত্তর-পূর্বে ৩২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এখন পর্যন্ত এই ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম