ভারী তুষারপাতে বিপর্যস্ত কানাডার টরেন্টোর জনজীবন। সাদা বরফে ছেয়ে গেছে টরেন্টোর পথঘাট। তুষারপাতের কারণে পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়েছে। টরেন্টোর বিলি বিশপ শহরের কেন্দ্রীয় বিমানবন্দরেও ৭টি ফ্লাইট বাতিল ও ১৫টির সময় পরিবর্তন করা হয়েছে। পিছিয়ে দেয়া হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা।
বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে গোটা শহর তুষারে ঢেকে যায়। এ সময়ের মধ্যে অন্তত ৬০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আরও ৪৬টির সময় পরিবর্তন করা হয়েছে।
ভারী তুষারপাতে টরেন্টো ছাড়াও কানাডার দক্ষিণাঞ্চলীয় অন্টারিও প্রদেশে ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে দেশটির পরিবেশ অধিদফতর।
তুষারের কারণে এরইমধ্যে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর পর তুষারাচ্ছাদিত রাস্তায় খুব সাবধানে চালকদের গাড়ি চলাতে বলেছে পুলিশ। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইয়র্ক ইউনিভার্সিটি, রায়ারসন ইউনিভার্সিটি ও হাম্বার কলেজ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ