ভারতের ঝাড়খণ্ডের এক গ্রামে গত বুধবার নববধূর মাথায় অস্ত্র ঠেকিয়ে বর ও তার দুই বন্ধু মিলে ধর্ষণ করেছে। দেশটির পুলিশ সূত্রে জানা যায়, পালামু জেলার রাহাইয়া গ্রামে এক নববধূকে মাথায় অস্ত্র ঠেকিয়ে তার স্বামী ও বন্ধুরা ধর্ষণ করে। ধর্ষণের শিকার নববধূ ও তার স্বামী একই গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পর ওই নববধূ জানান, তার স্বামী আনসারি ও তার দুই বন্ধু মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনা কেউ জানলে স্ত্রীকে জানে মেরে ফেলারও হুমকি দেয় আনসারি। এরপর সকালে স্বামীর বাড়ি থেকে পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন ওই নারী। পরে আত্মীয়দের ঘটনা জানালে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার