৬০ বছরের বেশি সময় ধরে চুরি করে আসছেন ৮৬ বছর বয়সী সেলিব্রেটি চোর ডরিস পেন। ১৯৫২ সালে সর্বপ্রথম আলোচনায় আসেন তিনি। ২০ বছর বয়স থেকে শুরু করেছেন চুরি। বিশেষত রত্নচোর হিসেবে তার স্বীকৃতি বিশ্বজোড়া।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার চুরির রহস্য। তথ্যচিত্রেই ডরিস জানিয়েছেন, চুরি করার উদ্দেশ্যে তিনি কোনোদিনই ঘর থেকে বের হননি। ২০১৩ সালে ডরিসকে নিয়ে বানানো হয় একটি তথ্যচিত্র। ‘দ্য লাইফ অ্যান্ড ক্রাইমস অফ ডরিস পেন’ নামের সেই তথ্যচিত্রটি নজর কেড়েছিল সমালোচক-দর্শকদের।
বিডি প্রতিদিন/এ মজুমদার