আফগানিস্তানের কান্দাহার প্রদেশে আজ বন্দুকধারীদের হামলায় ছয় সরকারি কর্মচারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ। তারা কান্দাহার বিমানবন্দরে চাকরি করতেন। দেশটির স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।
কান্দাহার প্রদেশ সরকারের মুখপাত্র শামীম কাপলওয়াক জানান, পাঁচজন নারী কর্মী অজ্ঞাত বন্দুকধারীদের হামলার শিকার হয়ে মারা যান। এ সময় কর্মচারীদের বহনকারী গাড়িচালকও নিহত হন। এ হামলার লক্ষ্য জানা যায়নি। হামলাটির দায়ও প্রাথমিকভাবে কেউ স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার