ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে বসলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। নোট বাতিলের পর মমতা ও মায়াবতীর ১০ বছর সময় বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
৮ নভেম্বর মধ্যরাত থেকে ৫০০, ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে পরদিন থেকেই বিরোধী রাজনৈতিক দলগুলি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দেগে চলেছেন। বিশেষ করে একেবারে প্রথম দিন থেকে সরব হয়েছেন মমতা। সেই প্রসঙ্গেই বিজেপি সভাপতি এবার পাল্টা তোপ দাগেন।
শনিবার উত্তরপ্রদেশের শাহজাহানপুরের একটি জনসভা থেকে অমিত শাহ বলেন, ‘আপনারা কি মমতা-মায়াবতীর চেহারা দেখেছেন? তাদের চেহারা থেকে ঔজ্জ্বল্য হারিয়েছে। একরাতেই মমতা-মায়াবতীর বয়স ১০ বছর বেড়ে গেছে’।
সভায় উপস্থিত সাধারণ মানুষের উদ্যেশ্য অমিত শাহ বলেন, ‘আপনারাই বলুন নোট বাতিলে কারও কষ্ট হচ্ছে কি? আপনাদের ঘর থেকে কারও রুপি গেছে? বিজেপি নেতাদের চেহারা কি ফ্যাকাশে হয়েছে? যাদের কোটি কোটি রুপি চলে গেছে তারাই এখন কষ্টে পড়েছেন। মোদিজির একটা মাস্টারস্ট্রোকেই মাদক ব্যবসায়ী, ভুয়া নোট পাচারচক্র, নকসাল, সন্ত্রাসবাদীরা শেষ হয়ে গেছেন’।
বিজেপি সভাপতির এই মন্তব্যের সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের বিদ্বজনেরা। তাদের সকরেলরই বক্তব্য এটা অত্যন্ত নিন্দনীয়। দুইজন নারীর সম্পর্কে এই মন্তব্য কোন মতেই করা উচিত নয়।
উত্তরপ্রদেশের সভা থেকে অমিত শাহ আরও বলেন, ‘আমরা জানি যে ব্যাঙ্ক ও এটিএম’এর লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের অনেক অসুবিধা হচ্ছে। কিন্তু মোদিজি ৫০ দিন সময় চেয়েছেন। এই ৫০ দিনের অসুবিধার ফলে আগামী অর্ধশতাধিক বছর কালো রুপি থেকে মুক্তি পাবেন দেশবাসী’।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ