নোট বাতিল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফের তোপ দাগলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। শনিবার কর্নাটকের বেলগাঁওয়ে এক জনসভা থেকে নোট বাতিলের সিদ্ধান্তকে ‘মোদি-মেড ডিজাস্টার’ বলে আখ্যায়িত করেন।
কংগ্রেস সহ-সভাপতির অভিযোগ ‘ভারতের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ওপর হামলা চালালেন। সাধারণত প্রধানমন্ত্রী দেশের মানুষের সেবায় কাজ করেন, মানুষের অর্থনীতিকে সবল করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। কিন্তু নরেন্দ্র মোদি আমাদের অর্থনৈতিক প্রক্রিয়ার ওপর আঘাত এনেছেন’।
মোদিকে উদ্যেশ্য করে রাহুল বলেন, ‘ইংরেজিতে আমরা যমন বলি ম্যান-মেড ডিজাস্টার (মানুষের জন্য ঘটে যাওয়া কোনো বিপর্যয়) ঠিক তেমনি নোট বাতিলের সিদ্ধান্তটি আদতে একটি মোদি-মেড ডিজাস্টার। এই বিপর্যয়ের জন্য প্রধানমন্ত্রীকেই দায়ী করেছেন রাহুল।
নোট বাতিলের পর থেকে ব্যাংক এবং এটিএম’এর লাইনে দাঁড়িয়ে প্রায় শতাধিক মানুষের নিহতের অভিযোগ এনে রাহুল বলেন এতগুলো মানুষের মৃত্যুর জন্য কে দায়ী? নরেন্দ্র মোদিই এর জন্য দায়ী...। গত আড়াই বছরে নরেন্দ্র মোদির সরকার গরীবদের ওপর আঘাত হেনেছেন।
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভারতকে ভাগ করার অভিযোগ এনে রাহুল বলেন, ‘একদিকে এক শতাংশ মানুষ আছেন যাদের ব্যক্তিগত বিমান, দামী গাড়ি রয়েছে, বড় ব্যবসায়ী অন্যদিকে ৯৯ শতাংশ মানুষ রয়েছেন যারা সৎ যেমন কৃষক, শ্রমিক, ছোট ব্যবসায়ী এবং মধ্যবিত্ত শ্রেনী-যারা নিজেদের জীবনযাপন ও দেশের জন্য সারা দিন ধরে কঠোর পরিশ্রম করছেন’।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ