আইএস প্রধান আবু আল বকর বাগদাদীর মাথার দাম দ্বিগুণ করল আমেরিকা। তার খোঁজ দিতে পারলে মিলবে আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার। এর আগে বাগদাদীকে খুঁজে বের করতে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে বলা হয়েছে, ‘বাগদাদীর নেতৃত্বে মধ্যপ্রাচ্যে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে আইএস। জাপান, ব্রিটেন এবং মার্কিন বন্দীদেরও নৃশংসভাবে খুন করেছে তারা। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে, ইরাক এবং সিরিয়ায় রাসায়নিক হামলা ঘটিয়েছে। এছাড়া সীমান্ত পেরিয়ে অন্যান্য দেশেও হামলা চালিয়েছে।’
উল্লেখ্য, এর আগে আল কায়দা নেতা আয়মান আল জবাহিরি এবং ওসামা বিন লাদেনের জন্যও আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকা। জঙ্গি সংগঠন ‘লস্কর ই তৈয়বা’ এর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ এবং হাক্কানি নেটওয়ার্কের সিরাজউদ্দিন হাক্কানিকে ধরতে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৪