মেক্সিকোর রাজধানীতে অগ্নিকাণ্ডে ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ-শতাধিক মানুষ। মঙ্গলবার শহরের একটি আতশবাজি মার্কেটে ঘটা বিস্ফোরণ থেকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর লস অ্যাঞ্জেলেস টাইমসের।
এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট শোক প্রকাশ করে বলেন, এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
বিডি প্রতিদিন/২১ ডিসেম্বর, ২০১৬/ফারজানা