ভারতের গোয়া বিমানবন্দরে জেট এয়ারওয়েজের বিমান থেকে যাত্রীদের নামিয়ে আনা হল।
মঙ্গলবার সকালে গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল জেট এয়ারওয়েজের ৯ ডব্লিউ ২৩৭৪ বিমানের। কিন্তু উড্ডয়নের সময় আচমকা চাকা পিছলে যায়। ৭ বিমানকর্মীসহ ১৬১ জন যাত্রীকে তড়িঘড়ি বিমান থেকে নিরাপদে নামিয়ে আনা হয়। এতে আহত হয়েছেন বিমানের কিছু যাত্রী। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে।
জেট এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিমানকর্মী ও সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়েছে। কেউ কেউ আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’ পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে।