প্রলয়ঙ্কারী সুনামিতে ২০০৪ সালে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত ও শ্রীলঙ্কায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ওই সুনামিতে নিহত হয় দুই লাখ ২৬ হাজার মানুষ। এর মধ্যে থাইল্যান্ডে প্রাণ হারায় পাঁচ হাজার ৩৯৫ জন মানুষ। যার মধ্যে প্রায় দুই হাজারই বিদেশী পর্যটক।
২০০৪ সালের ২৬ ডিসেম্বর ৯.১৫ মাত্রার ভূমিকম্পে ভারত মহাসাগরে ওই সুনামির সৃষ্টি হয়। এটিকে ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে অভিহিত করা হয়।
সুনামিতে থাইল্যান্ডে প্রাণ হারানো বিদেশীদের নিয়ে যাওয়ার জন্য চার থেকে পাঁচ হাজার স্বজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ এখনো প্রায় ৪০০ মৃতদেহ শনাক্ত করতে পারেনি। পুলিশের উদ্ধৃতি দিয়ে সোমবার ব্যাংকক পোস্ট এ খবর প্রকাশ করেছে।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা