ভারতের মহারাষ্ট্রের কল্যাণে কুরলা–অম্বরনাথ লোকাল ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচেগেছেন যাত্রীরা।
বৃহস্পতিবার সকাল ৫ টা বেজে ৩৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। কুরলা যাওয়ার পথে কল্যাণ–বিট্টলওয়াড়ি স্টেশনের কাছে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনার পর কল্যাণ–কার্জাত রুটের ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় রেল মন্ত্রণালয়। সিএসটি পুণে ডেকান কুইন এবং সিএসটি পুণে ইন্টারসিটি এক্সপ্রেস বাতিল করা হয়। সিএসটি পুণে ইন্দ্রায়ণী এক্সপ্রেসকে ডিভা–পানভেল–কার্জাত রুটে ঘুরিয়ে দেওয়া হয়।