বিষাক্ত ধোঁয়াশায় মোড়া চীনের জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এমনকি তিয়ানজিনের বহু বিমান উড়ানও বাতিল করতে হয়েছে। দেশটির বেজিং এনভারয়রমেন্টাল প্রোটেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, দূষণের ক্ষেত্রে রেড অ্যালার্টের পরে আসে অরেঞ্জ অ্যালার্ট। গত শুক্রবার থেকে গতকাল পর্যন্ত এই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি পর্যবেক্ষণ করে তা আরো তিন দিন বাড়িয়ে দেওয়া হয়েছে।
গত দু’দিনে এই দূষণের মাত্রা খুবই বেড়ে গিয়েছিল। আর এই খারাপ অবস্থা হওয়া সত্ত্বেও, আগে কেন রেড অ্যালার্ট জারি করা হয়নি, সেই বিষয়ে আলোচনা চলছে। রেড এবং অরেঞ্জ ছাড়াও ইয়েলো এবং ব্লু অ্যালার্ট জারি করা হয়ে থাকে দূষণের মাত্রা ও প্রয়োজন অনুযায়ী। প্রয়োজনে জরুরী ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের পরিবহণ ব্যবস্থা ইতিমধ্যেই বাধা-বিঘ্নের সম্মুখীন। এই অবস্থা যে আরো বেশ কিছুদিন ভোগাবে তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার