আমেদাবাদে চলন্ত ট্রেন থেকে সস্ত্রীক গ্রেফতার হলেন দাউদ ইব্রাহিমের সহযোগী মুস্তাফা দোসা। ১৯৯৩ সালে মুম্বাই ধারাবাহিক বিস্ফোরণ–কাণ্ডে দাউদের পাশাপাশি অন্যতম মূল চক্রী মুস্তাফা।
সৌরাষ্ট্র এক্সপ্রেস থেকে গত ২৫ ডিসেম্বর মুস্তাফাকে গ্রেপ্তার করার পরে পোরবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাচক্রে দাউদের এক সময়ের বন্ধু এবং কুখ্যাত মাফিয়া ডন আবু সালেমকেও ট্রেন থেকেই গ্রেফতার করা হয়েছিল। যদিও সেই গ্রেফতারি নিয়ে এখনই মুখ খুলতে চাইছে না পুলিশ।
স্টেশনের সিসি টিভি ক্যামেরায় মুস্তাফার স্ত্রীকে দেখা যেতেই সতর্ক হয়েছিল পুলিশ। তারপরেই তাকে অনুসরণ করতে শুরু করেন পুলিশকর্মীরা। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তিন–চারজন সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বলেছিল মুস্তাফা। ১৯৯৩ মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণের মামলায় মুস্তাফাকে জেরা করা হবে। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও ধারনা করা হচ্ছে।
সূত্র: আজকাল
বিডি প্রতিদিন/০৩ ডিসেম্বর ২০১৭/হিমেল