ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বারামুল্লায় সেনাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া এখনও ১ জঙ্গি লুকিয়ে আছেন। দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে।
বারামুল্লা জেলার হারিতার তারজু এলাকার একটি বাড়িতে দুই জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আজ মঙ্গলবার সকালে খবর পায় নিরাপত্তাবাহিনী। সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। এতে ১ জঙ্গি নিহত হয়। এখনও উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলছে।
বিডি প্রতিদিন/০৩ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম