ফের সিরিয়ায় মার্কিন বিমান হামলা। মারা গেল এক কমান্ডারসহ আট আলকায়দা জঙ্গি।
রবিবার রাতে তুরস্কের সীমান্তের কাছে বাব আল হাওয়া এলাকার সারমাদা শহরের কাছে এই বিমানহানা ঘটে। মৃত জঙ্গিরা আল কায়দার শাখা সংগঠনের অংশ ছিল।
গত দু’বছরে মার্কিন বিমানবাহিনীর হামলায় একাধিক জঙ্গির মৃত্যু ঘটেছে। যার মধ্যে জঙ্গি সংগঠনগুলোর বেশ কয়েকজন শীর্ষনেতাও রয়েছে। ঘটনায় মৃত আটজনের মধ্যে তিনজন কমান্ডারও রয়েছে। মৃতদের মধ্যে অন্যতম আল কায়দার কমান্ডার খাত্তাব আল কাতানি।