ভারতের কর্নাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর ভারতীয় নারীদের যৌন হয়রানির শিকার হওয়ার জন্য নারীদের পশ্চিমা স্টাইলে নারীদের ছোট ও আঁটসাঁট পোশাক পরিধানকে দায়ী করেছেন। এমন আপত্তিকর মন্তব্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মহলের তোপের মুখে পড়েছেন তিনি।
কর্নাটকের এই স্বরাষ্ট্রমন্ত্রী ইংরেজি নববর্ষ উদযাপনের প্রাক্কালে বেঙ্গালুরের সড়কে নারীদের গণহারে যৌন হয়রানি করার ঘটনায় এমন মন্তব্য করেন। তিনি বলেন, "তারা কেবল মানসিকভাবে পশ্চিমাদের অনুকরণের চেষ্টা করছে না, বরং পোশাক পরিধানেও করছে। যার ফলে এতে কিছু তরুণী হয়রানির শিকার হয়েছে। আর এ কারণেই এ ধরনের ঘটনা ঘটছেই।"
এদিকে এই ঘটনায় মঙ্গলবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে 'কাণ্ডজ্ঞানহীন' বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু। কিরেণ বলেন, "গণ-শ্লীলতাহানির মতো এ ধরনের লজ্জাজনক ঘটনার আমরা ঘটতে দিতে পারি না। এটা সামান্য কোনো ঘটনা কিংবা শুধু আইনশৃংখলার বিষয় নয়।"
ওই ঘটনার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে 'বেঙ্গালুরে মিরর'। তবে পুলিশ বলছে, তারা এখন পর্যন্ত এ ধরনের কোনো অভিযোগ পায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৯