ভারতীয় সেনাবাহিনীর জন্য ৪৪,০০০ অস্ত্র কিনতে বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছে দেশটির প্রতিরক্ষামন্ত্রালয়। কিন্তু টেন্ডার সংক্রান্ত ঝামেলার কারণে আটকে রয়েছে সেই চুক্তি। এবার তাই সরাসরি সেই অস্ত্র কেনার প্রস্তুতি নিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। কাশ্মীর উপত্যকায় অভিযান চালাতে খুবই গুরুত্বপূর্ণ এই অস্ত্রগুলি। খবর কলকাতানিউজ টোয়েন্টিফোর সেভেন এর।
ভারত গত দুই দশক ধরে ব্রিটিশ আমলের অস্ত্রগুলো পাল্টানোর চেষ্টা করছে। ভারত চায় তাদের সেনাদের সাব মেশিন গান ও স্টেন গান পাল্টে ফেলতে। কিন্তু টেন্ডার সংক্রান্ত বিষয়েই আটকে গিয়েছে সেই উদ্যোগ। কিন্তু এবার ৪৪,০০০ অস্ত্র কেনার সরাসরি চুক্তি হয়েছে।
২০০৮ সালে প্রথম ১৯৪৪-এর ভিন্টেজ CQB গুলি পরিবর্তন করার জন্য গ্লোবাল টেন্ডার ঘোষণা করে ভারতীয় সেনাবাহিনী। এর জন্য ২৮ টি সংস্থাকে আবেদন জানানো হয়েছিল। পাঁচটি সংস্থা সেই আবেদনে সাড়া দেয়। আট বছর পরও কোনও সুরাহা হয়নি। এখনও পরীক্ষা নিরীক্ষার পর্যায়েই আটকে রয়েছে এই অস্ত্র কেনার বিষয়টি। ইতালি ও ইসরায়েলের সংস্থায় তৈরি হচ্ছে এই অস্ত্র। সেনাবাহিনীর অ্যান্টি টেরর অপারেশনের জন্যই ব্যবহার করা হবে এই অস্ত্রগুলো।
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১২