ফিজিতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ ভূকম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ২। দ্বীপ রাষ্ট্রটির ২২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটারে গভীরে এর উৎপত্তিস্থল ছিল। ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
ইউএসজিএস জানাচ্ছে, স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ৫২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। ভূকম্পন এলাকার ৩শ কিলোমিটারের মধ্যে সুনামি সতর্কতা রয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
বিডি-প্রতিদিন/ ৪ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৭