ভারতে নাবালিকা কন্যার শ্লীলতাহানি করতে গিয়ে প্রাণ হারালেন এক বাবা। ধর্ষণকারী বাবার হাত থেকে বাঁচতে তাকে লাঠির আঘাতে খুন করার অভিযোগ উঠেছে কিশোরীর বিরুদ্ধে।
সোমবার দেশটির উত্তরপ্রদেশের বরেলি শহরে নিজের বাড়িতে খুন হয়েছেন বাবা সোমপাল (৪৫)। তিনি পেশায় শিক্ষক। অভিযোগ রয়েছে, নিজের চোদ্দো বছরের মেয়ের হাতেই তিনি খুন হয়েছেন। মঙ্গলবার পুলিশ জানিয়েছে, বরেলির বাসভবনে নিজের মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেন ওই শিক্ষক। সেই সময় বাড়িতে মেয়েটির মা উপস্থিত ছিলেন না। আত্মরক্ষায় লাঠি নিয়ে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ে কিশোরী কন্যা। সেই আঘাতেই শেষে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সোমপাল। কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
এরপর মা বাড়ি ফিরলে তাকে সব কিছু জানায় নাবালিকা। পরে পুলিশে খবর দেওয়া হয়। হত্যাকাণ্ডের জেরে ওই কিশোরীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনার তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৭/হিমেল