ফিলিপাইনে মুসলিম বিদ্রোহী গ্রুপের সঙ্গে যুক্ত এক সশস্ত্র দল দেশটির দক্ষিণাঞ্চলের একটি জেলখানায় হামলা চালিয়ে বুধবার ১৩২ বন্দিকে মুক্ত করে নিয়ে গেছে। এ সময় এক কারারক্ষী নিহত হয়েছেন। আজ কর্মকর্তারা একথা জানায়।
নর্থ কোটাবাটোর জেলে শতাধিক সশস্ত্র লোক হামলা চালায়। এ সময় কারাক্ষীদের সঙ্গে হামলাকারীদের দুই ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ চলে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জেলখানার প্রহরী পিটার জন বোনগাত স্থানীয় টেলিভিশন এবিএস-সিবিএনকে বলেন, ‘আমাদের হেফাজত থেকে তাদের সহযোদ্ধাদের উদ্ধারের জন্যই এ হামলা চালানো হয়েছে। এটি ছিল একটি উদ্ধার অভিযান।’
তিনি আরও জানান, অতর্কিত এই হামলায় কারারক্ষীরা সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে। প্রধান মুসলিম বিদ্রোহী গ্রুপ মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ভোরের এ হামলার নেতৃত্ব দেয়।
সামরিক ও পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে হামলাকারীদের পরিচয় বা এই হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি।
তবে পলাতক ও হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম