পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের দেরা ইসমাইল খান জেলায় একটি পুলিশের গাড়ির কাছে বোমা বিস্ফোরণে বুধবার চার পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বুধবার স্থানীয় উর্দু গণমাধ্যমে এ কথা বলা হয়েছে।
এআরওয়াই নিউজ জানিয়েছে, নিয়মিত টহল দিতে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমার ওপর দিয়ে পুলিশের ওই গাড়িটি যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়।
উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুন খোয়া প্রদেশের দেরা ইসমাইল খান জেলার বানু রোডে এ ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, অজ্ঞাত জঙ্গিরা দূর নিয়ন্ত্রণের সাহায্যে রাস্তার পাশের বোমাটির বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
একটি বাস স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাসের জন্য অপেক্ষমান যাত্রীরাও রয়েছেন। আহতদের দেরা ইসমাইল খানের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী বা সংগঠন এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম