মিয়ানমারের মাউলাইকে এক মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আজ বুধবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁওয়ে ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪২৩ কিলোমিটার পূর্বে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম