সন্ত্রাস দমনে পাকিস্তানের ভেতরে ফের সার্জিক্যাল স্ট্রাইক চালানোর হুমকি দিয়েছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেয়া সাক্ষাৎকারে জেনারেল বিপিন বলেন, পাকিস্তানের ভেতরে সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে কিছু বার্তা দেয়া হয়েছে। এটা প্রয়োজন ছিল। ভবিষ্যতে এ ধরনের আরো সার্জিক্যাল স্টাইকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
তিনি বলেন, সীমান্তে যদি সন্ত্রাসী ঘাঁটির তৎপরতা থাকে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেয়ার অধিকার রয়েছে।
মঙ্গলবার এ সাক্ষাৎকারে ভারতীয় সেনাপ্রধান দাবি করেন, সার্জিক্যাল স্ট্রাইক ছিল সীমান্তে গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ের একটি কৌশল। আমরা আরো কিছু পদ্ধতি নিয়ে কাজ করছি।
এর আগের দিনই বিপিন বলেন, প্রয়োজন হলে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে পেশি শক্তি দেখাতে মোটেই কুণ্ঠাবোধ করবে না।
বিডি-প্রতিদিন/এস আহমেদ