সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিমান হামলায় জিহাদি গ্রুপের কমপক্ষে ২৫ সদস্য নিহত হয়েছেন। এদের মধ্যে জঙ্গি গ্রুপটির সিনিয়র কয়েকজন নেতা রয়েছে।
মানবাধিকার বিষয়ক যুক্তরাজ্য ভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, জাবহাত ফাতেহ আল-শাম গ্রুপের বিরুদ্ধে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। এর আগে গ্রুপটি নুসরা ফ্রন্ট হিসেবে পরিচিত ছিল।
রাশিয়া ও তুরস্ক জানিয়েছে, গ্রুপটি সিরিয়ায় অস্ত্রবিরতি চুক্তির আওতাভুক্ত না।
এদিকে বিদ্রোহী গ্রুপ জানায়, তারা শান্তি চুক্তির প্রস্তুতির জন্য যে কোনো হামলা চালানো থেকে বিরত রয়েছে।
বৃহস্পতিবার রাতে তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় অস্ত্রবিরতি চুক্তি হয় এবং এরপর থেকেই তা সংশ্লিষ্ট অধিকাংশ পক্ষকে পালন করতে দেখা যায়।
সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, ইদলিব প্রদেশে চালানো বিমান হামলা মার্কিন নেতৃত্বাধীন জোট না রাশিয়া চালিয়েছে তা জানা যায়নি।
তারা আরও জানায়, সেখানে জাবহাত ফাতেহ আল-শাম গ্রুপের বৈঠক চলার সময় এ হামলা চালানো হয়। হামলায় নিহতদের মধ্যে গ্রুপের কয়েকজন নেতা থাকলেও তাদের পরিচয় জানা যায়নি। এ হামলায় আরও অনেকে আহত হয়।
এদিকে এক বিবৃতিতে গ্রুপের মুখপাত্র আবু আনাস আল-শামি জানান, মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/৪ জানুয়ারি ২০১৬/এনায়েত করিম