ভারতের বেঙ্গালুরুতে ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে নারীদের শ্লীলতাহানির ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান স্থানীয় পুলিশ পরিদর্শন হেমান্ট নিমবালকার। তিনি বলেন, এতে দেখা যাচ্ছে নারীরা পুরুষদের দ্বারা আক্রান্ত হচ্ছে।
তিনি বলেন, যদিও এখনও পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অভিযোগ করেনি। তবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
এর আগে, গত ৩১ ডিসেম্বর শহরের মূল কেন্দ্রে নববর্ষ উদযাপনের জন্য প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। তখন বেশ কিছু নারী শ্লীলতাহানির শিকার হন। এরপর চারদিকে সমালোচনার ঝড় উঠে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব
রতের বেঙ্গালুরুতে ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে নারীদের শ্লীলতাহানির ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।
সিসিটিভির ভিডিও ফুটেজ দেখে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান স্থানীয় পুলিশ পরিদর্শন হেমান্ট নিমবালকার। তিনি বলেন, এতে দেখা যাচ্ছে নারীরা পুরুষদের দ্বারা আক্রান্ত হচ্ছে।
তিনি বলেন, যদিও এখনও পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে অভিযোগ করেনি। তবে ঘটনার সত্যতা পাওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।
এর আগে, গত ৩১ ডিসেম্বর শহরের মূল কেন্দ্রে নববর্ষ উদযাপনের জন্য প্রায় ১০ হাজার মানুষ জড়ো হয়। তখন বেশ কিছু নারী শ্লীলতাহানির শিকার হন। এরপর চারদিকে সমালোচনার ঝড় হঠে।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব