রাত তখন আড়াইটা। ইংরেজি বর্ষবরণের আনন্দে মাতোয়ারা নগরবাসী। বড় রাস্তায় অটো রিকশা থেকে নামলেন এক নারী। এরপর নির্জন গলি দিয়ে একাই হেঁটে রাস্তা পার হচ্ছিলেন তিনি। হঠাৎ একটি স্কুটার তার সামনে এসে দাঁড়ায়। এরপর যা ঘটলো তা এক কথায় বর্বরতা।
স্কুটার থেকে একজন নেমে ওই নারীকে মারধরের পাশাপাশি জাপটে ধরে যৌন নিগ্রহ চালায়। পরে একাজে যোগ দেন স্কুটারের অপর আরোহী। তবে ওই নারী চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। এরপর মারধর করে তারা নারীকে রাস্তার ফেলে চলে পালিয়ে যায়।
নারীর জন্য ‘নিরাপদ’ বেঙ্গালুরু শহরে বর্ষবরণের রাতে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল আগেই। গোটা বিষয়টি উড়িয়ে দেয়ার চেষ্টা করে রাজ্য সরকার। শুধু তাই নয়, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর একের পর এক দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করে তোলেন। সবশেষে সিসি টিভির এমন ভয়াবহ দৃশ্য ফাঁস হওয়ায় মুখে কুলুপ এঁটেছেন সবাই।
বিডি-প্রতিদিন/০৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব