চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের ডেংফেং নগরীতে বুধবার সন্ধ্যায় একটি কয়লা খনি ধসে পড়ে অন্তত ৫ জনের প্রাণহানি ও সাতজন আটকা পড়েছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
স্থানীয় নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, বুধবার রাত ৯টায় ডেংফেং ভিত্তিক জিংগিউ কোল মাইনিং কো. লি. কয়লাখনিতে একটি পাইপ লাইনের সম্প্রসারণের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলছে।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম