ইরাকের বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৮ জন নিহত ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বাগদাদের একটি শপিং মলের বাইরে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
দেশটির পুলিশ ও মেডিকেল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এবিসি নিউজ এ তথ্য জানিয়েছেন। সংস্থাটি আরও জানায়, নিহতদের মধ্যে দুই পুলিশসহ ছয়জন বেসামরিক মানুষ রয়েছেন।
বিডি প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম