তুরস্কের ইজমির শহরের আদালতের পাশে একটি গাড়ি বোমা হামলায় অন্তত দুইজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহত দু’জনের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। আর রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদুলু জানায়, সরকারি নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই হামলাকারী বন্দুকযুদ্ধ হলে দুই হামলাকারী নিহত হন।
বিস্ফোরণের পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা, ছবি: সংগৃহীতওই ঘটনায় আহত ১০ জনকে দেশটির পশ্চিমাঞ্চলে হাসপাতালে পাঠানো হয়েছে।