নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি পোহাতে হচ্ছে তা দূর করতেও সরকারকে আরও অতিরিক্ত সতর্ক নেওয়ার পরামর্শ দিলেন রাষ্ট্রপতি।
গত ৩০ ডিসেম্বর নোট বাতিলের পঞ্চাশ দিন পেরোনোর পর এই প্রথম বিষয়টি নিয়ে মুখ খুললেন রাষ্ট্রপতি।
বৃহস্পতিবার দিল্লির রাষ্ট্রপতি ভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যপালের সঙ্গে কথোপকথনের সময় ভারতীয় রাষ্ট্রপতি বলেন ‘দুর্নীতি ও কালো রুপির বিরুদ্ধে লড়াইয়ে নোট বাতিলের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে দেশের অর্থনীতি সাময়িক মন্দার মুখে পড়তে পারে। এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দুদর্শা দূর করতে আমাদের সকলকেই আরও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এটা দেশের দীর্ঘ মেয়াদে প্রত্যাশিত অগ্রগতির ক্ষেত্রে অনিবার্য হয়ে উঠতে পারে’।