বেশ কিছু বছর আগে রাজপ্রাসাদের এক নিরাপত্তারক্ষীর বন্দুকের গুলি থেকে অল্পের জন্যে বেঁচে গিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। টাইমস ডেইলিতে প্রকাশিত এই একটি খবরে বেশ হইচই পড়ে গেছে ব্রিটেনে।
সংবাদপত্রে প্রকাশিত সেই প্রতিবেদনে লেখা হয়েছে, রাতে ঘুম না আসলে মাঝেমধ্যেই প্রাসাদের বাগানে একা একাই হাঁটতে বের হন রানি। এটি তার বহু দিনের পুরানো অভ্যাস। তেমনই এক ভোর রাত আনুমানিক ৩ টা নাগাদ হাঁটতে বের হয়েছিলেন তিনি। কিন্তু অন্ধকারে তাকে চিনতে না পেরে সেই সময়ের কর্তব্যরত নিরাপত্তারক্ষী তার দিকে তাক করেছিলেন বন্দুক। চিৎকার করে জিজ্ঞাসা করেছিলেন কে রয়েছেন সেই অন্ধকারে।
পরবর্তীতে সেই নিরাপত্তারক্ষী একটি সাক্ষাত্কারে জানান, যখন বুঝতে পারেন, অন্ধকারে রানি দ্বিতীয় এলিজাবেথ ঘুরে বেড়াচ্ছেন, তখন তিনি বিব্রত হয়ে রানির সামনেই বলে ফেলেন, ‘Bloody hell, Your Majesty, I nearly shot you’
সেই নিরাপত্তারক্ষী জানান, রানির সামনে এমন ভাষা ব্যবহার করে তিনি অত্যন্ত লজ্জিত হয়ে পড়েন। কিন্তু তাঁকে অবাক করে দিয়ে রানি বলেন, ‘না কোনও ব্যাপার নয়। তবে পরের বার হাঁটতে বেরোনোর আগে আপনাকে জানিয়ে দেব, যাতে আমাকে শ্যুট করার অবকাশ তৈরি না হয়।’ তবে এই ঘটনা ঠিক কতটা সত্যি তা নিয়ে কোনও মন্তব্য করেনি বার্কিংহাম প্যালেস।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১০