মার্কিন যুক্তরাষ্ট্র এবার আনুষ্ঠানিকভাবে ওসামা বিন লাদেনের এক ছেলেকে জঙ্গি বলে ঘোষণা করেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর বিশ্ব জঙ্গি-সন্ত্রাসীদের তালিকাভূক্ত করেছে লাদেন পূত্র হামজা বিন লাদেনকে।
বর্তমানে হামজা বিন লাদেনের বয়স ২০’র কোটায়। তবে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র নিশ্চিত হয়েছে হামজাও এখন বাবা ওসামা বিন লাদেনের পদক্ষেপ অনুসরণ করে সন্ত্রাসী কার্যকলাপের পরিকল্পনায় ব্যস্ত।
এর আগে আল কায়দার সিনিয়র নেতা আইমান আল-জাওয়াহিরি ২০১৫ সালে একটি টেপ প্রকাশ করেন। সেখানে তিনি জানিয়েছিলেন, হামজা তাদের দলে যোগ দিয়েছেন। সেই অডিও বার্তায় হামজা নিজেও কথা বলেছিলেন এবং ওয়াশিংটন ডিসি, প্যারিস ও তেল আবিবে হামলার আহ্বান জানিয়েছিলেন।
গত জুলাইয়ে তিনি আরেকটি অডিও বার্তা প্রকাশ করেন। সেই অডিও বার্তায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা ও আহ্বান ছিলো। এছাড়াও যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধে নামতে ইয়েমেনে সমবেত হওয়ারও আমন্ত্রণ জানান হামজা।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৫