রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির দায়ে গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের লোকসভার সদস্য সুদীপ বন্দ্যোপাধ্যায় ইস্যুতে কোনো মন্তব্যও করতে রাজি একই দলের সাংসদ ও অভিনেতা দেব।
এ বিষয়ে জানতে চাইলে সাবধানী সুরে তিনি বলেন, ‘রাজনীতি খুব একটা বুঝি না। সিনেমা নিয়ে কোনো প্রশ্ন থাকলে করুন।’
ঘাটালের তৃণমূল সাংসদ আরও বলেন, ‘তদন্তে কার নাম উঠে আসছে আর কার নাম উঠছে না সেটা তো অবশ্যই দেখার বিষয় গোটা ব্যাপারটাই শুনেছি। কিন্তু এটা নিয়ে কিছু বলার বা করার নেই।’
কিন্তু সাংসদ হয়েও ‘রাজনীতি বুঝি না’ কী করে বলতে পারেন দেব? তার উত্তরে দেবের জবাব, ‘আমি ঘাটালের সাংসদ। তাই ঘাটাল নিয়ে কিছু জিজ্ঞাসা করলে সব প্রশ্নের উত্তর দিতে পারব। সেখানে উন্নয়নের নানা কাজ হচ্ছে। নতুন কমিউনিটি হল, নতুন স্কুল হচ্ছে।’
দেব আরও জানান, তিনি যা বোঝেন না সেই বিষয়ে কোনো মন্তব্য করা পছন্দ করেন না। তাই তৃণমূল সাংসদদের গ্রেফতারি নিয়েও কিছু বলতে চান না দেব।
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম