প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করায় শুক্রবার বিকেলে কংগ্রেস নেতা ও সাবেক মন্ত্রী শশী থারুর গ্রেফতার করা হয়। শশী থারুর ছাড়াও এসময় কংগ্রেসের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়। পরে অবশ্য শশী থারুরকে ছেড়ে দেয়া হয়েছে।
পুলিশের দাবি, ৫০০ জনের বেশি কর্মী নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সামনে আন্দোলন করছিলেন শশী থারুর। এতে বড় বড় রাস্তাগুলো বন্ধ হওয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মূলত হট্টগোল সৃষ্টি করার জন্যই এসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
শশী থারুরের দাবি, কেন্দ্রীয় ব্যাংকের সামনে তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলেন। কিন্তু হঠাৎ করে পুলিশ তাদের গ্রেফতার করে এবং পরে ছেড়ে দেয়। সূত্র : এনডিটিভি
বিডি প্রতিদিন/৬ জানুয়ারি, ২০১৭/ফারজানা