বুদ্ধ গয়ায় ধর্মগুরু দলাই লামার অনুষ্ঠানে যাওয়ার জন্য তিব্বতি বৌদ্ধদের ভিসা দিচ্ছে না বেইজিং। চীনের সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ জানিয়েছে, সন্ত্রাসবাদ এবং বিচ্ছিন্নতাবাদ নির্মূল করতে ‘ট্রাভেল ডকুমেন্ট রিনিউ’ করার কাজ শুরু হয়েছে।
তবে তিব্বতের নির্বাসিত সরকার জানিয়েছে, সাম্প্রতিক অতীতে তিব্বতিদের বুদ্ধ গয়ায় আসার ওপর নিয়ন্ত্রণ জারি করেনি চীন। সূত্রের খবর, ২০১৬ সালের নভেম্বর থেকে তিব্বতের তিব্বতি বংশোদ্ভুতদের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে শুরু করেছে বেইজিং। শুধু তাই নয়, তিব্বতি তীর্থযাত্রীদের পরিবারকে বলা হয়েছে দলাই লামার বক্তৃতার আগেই যেন তারা দেশে ফিরে আসেন। এই নিয়ে পরিবারের মুচলেখা পর্যন্ত নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-৫