প্রথমবারের মতো তিন নারী সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর গ্রাউন্ড কমব্যাট ইউনিটে যুক্ত হয়েছেন। যার ফলে এখন থেকে পুরুষ সদস্যদের পাশাপাশি তারাও তাদের সঙ্গে কাজ করে যাবেন। এর আগে নৌবাহিনীর এ শাখায় শুধু পুরুষ সেনাদের জন্য উন্মুক্ত ছিল।
গত বছরের জানুয়ারি মাসে মার্কিন সেনার সমস্ত পদে নারীদের নিয়োগের রাস্তা খুলে দেওয়া হয়ে৷ সাবেক মার্কিন ডিফেন্স সেক্রেটারি জিম কার্টার ঘোষণা করেছিলেন, সেনাতে পুরুষদের সঙ্গেই কাজ করবেন নারীরাও৷ মার্কিন সেনায় নিয়োগ হওয়া নারীদের জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবা হয়েছিল৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পুরুষদের সঙ্গেই কাজ করবেন নারীরা৷ তাই তাদের জন্য আলাদা কোনও ব্যবস্থা দেওয়া যাবে না৷ কারণ যাতে বোঝা যায় তারাও পুরুষদের সঙ্গে কাজ করতে সক্ষম৷
প্রেসিডেন্ট ট্রাম্পের বর্তমান অবস্থানের সঙ্গে সহমত নন মার্কিন ডিফেন্স সেক্রেটারি হওয়ার দৌড়ে থাকা জেমস মাটিস৷ কারণ তার মতে, একসঙ্গে পুরুষ ও নারীরা সেনার মতো একটা জায়গায় একসঙ্গে কাজ করছেন৷ অথচ তাদের মধ্যে যৌন সম্পর্ক তৈরি হচ্ছে না এটা হতে পারে না৷ এরফলে কাজের মান অনেক কমে যাবে৷
বিডি-প্রতিদিন/ ৬ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১২