ট্রাম্পের শপথ গ্রহণে পুরো আমেরিকা দেখবে বলিউডি 'ঝটকা' এবং 'মটকা'।
২০শে জানুয়ারি, ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণ মঞ্চ আলো করে থাকবেন বলিউডের একাধিক 'বিগ সেলেব্রেটি' বলে জানিয়েছেন সাবেক মিস ইন্ডিয়া তথা রিপাবলিকান হিন্দু কোয়ালিশন ইন্ডিয়ার অ্যাম্বাসেডর মানসভি মামগাই।