ভারতের উত্তরপ্রদেশের বাঘপথে বর্ষবরণের রাতের গণ শ্লীলতাহানির আতঙ্ক এখনো কাটেনি। যদিও এর মধ্যেই সামনে এলো আরো একটি ন্যক্কারজনক ঘটনা। ধর্ষণে বাধা দেওয়ায় এবার এক কিশোরীর কান কেটে দেওয়ার অভিযোগ ৪ ধর্ষণকারী যুবকের বিরুদ্ধে। জানা যায়, আক্রান্ত কিশোরীর বাড়িতে জোর করে ঢুকে গণধর্ষণের চেষ্টা করে ওই ৪ যুবক। কিশোরী বাধা দিলে, ধারালো অস্ত্র দিয়ে তার কান কেটে দেয় অভিযুক্তরা।
ঘটনার পর বাঘপথের BJP সাংসদ সত্যপাল সিং ধর্ষণের চেষ্টার অভিযোগ সঠিক নয় দাবি করে জানান, আমি নিজে পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। গণধর্ষণের চেষ্টা করা হয়নি বলে তিনি আমায় জানিয়েছেন। ঘটনাটি গত ৩১ ডিসেম্বরের। দুই পড়শির মধ্যে অশান্তি থেকেই হামলা চালানো হয়। তবে গণধর্ষণ না হলেও কান কাটার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এতদিন বাদে কেন থানায় অভিযোগ দায়ের করা হল, তা তদন্ত করে দেখা উচিত। এদিকে পুলিশ তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার