জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)র বিরুদ্ধে মিথ্যে প্রচারণা চালানোর অভিযোগ এনেছে আরেক জঙ্গি সংগঠন আল কায়েদা। চলতি সপ্তাহে আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরির ১৪ মিনিটের একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে। সেখানেই জাওয়াহিরি আইএসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং আক্রমণমূলক কথা বলেন।
শুরু থেকেই ওসামা বিন লাদেন প্রতিষ্ঠিত আল কায়েদা ও আইএসের মধ্যে ঝামেলা লেগেই আছে। অডিও বার্তায় জাওয়াহিরি অভিযোগ করেন, আইএস প্রধান বাগদাদি তাদের বিরুদ্ধে শিয়া মুসলিমদের ওপর হামলার বিরোধিতা এবং খ্রিস্টান নেতাদের সঙ্গে কাজ করার অভিযোগ এনেছেন। এ মিথ্যাবাদীরা (আইএস) নিজেদের মিথ্যেবাদিতার পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে।
জাওয়াহিরি বলেন, আমি কখনই বলিনি ভবিষ্যতে ইসলামী খেলাফতে খ্রিস্টান ধর্মাবলম্বীরা আমাদের অংশীদার হবে। আমি শুধু বলেছি তারা আমাদের জমি, কৃষি, বাণিজ্য ও অর্থ ইত্যাদিতে অংশীদার হতে পারবে। আমরা তাদের গোপনীয়তা রক্ষা করব। এটা আমাদের শরিয়া আইন সমর্থন করে।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি, ২০১৭/ফারজানা