২০১৭ সালে ইরান থেকে তেল নেয়ার আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে চীন। সূত্রের খবরে বলা হয়, ২০১৭ সালে চীন প্রতি তিন মাসে ৩০ থেকে ৪০ লক্ষ ব্যারেল তেল কিনবে। ২০১৬ সালের চেয়ে যা পরিমাণ শতকরা ছয় থেকে সাত শতাংশ বেশি হবে। ইরানের জাতীয় তেল কোম্পানি একটি বিবৃতি এ খবর জানিয়েছে।
সংবাদ সূত্রে জানা যায়, ইরান থেকে জ্বালানি তেল নেওয়ার তালিকায় নতুন করে যুক্ত হল ফিলিপাইন। ইরানের উপর থেকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠার পর ইরান থেকে তেল কেনার দেশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এদিকে প্রতি মাসে ইরান থেকে ফিলিপাইন ৪০ লক্ষ ব্যারেল তেল নিতে চায়। ফিলিপাইনের জাতীয় তেল কোম্পানির প্রধান পেদ্রো অ্যাকুইনোর তেহরান সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর কোম্পানি ইরানের তেল ও তরল গ্যাস শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী। এছাড়া তিনি জোর দিয়ে বলেছেন, তার কোম্পানি প্রতিদিন চার লাখ ব্যারেল তেল শোধনের জন্য একটি শোধনাগার প্রতিষ্ঠা করার পরিকল্পনা নিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার