ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় পূর্ব নুসা তেঙ্গারায় আজ শনিবার ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা এ খবর জানায়।
সংস্থার এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, জাতার্কার স্থানীয় সময় বিকেল ৪টা ১১ মিনিটে এ ভূকিম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল সুম্বা তিমুরের উত্তর-পশ্চিমে ৪৮ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৭৭ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়া ঝুঁকিপূর্ণ ভূমিকম্পপ্রবণ কথিত ‘প্রশান্ত অগ্নিবলয়’-এ অবস্থিত হওয়ায় এখানে ঘন ঘন ভূমিকম্প হয়ে থাকে।
বিডি প্রতিদিন/৭ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম