সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আজাজ শহরে একটি ভয়াবহ গাড়িবোমা হামলায় বিস্ফোরণে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। তুর্কি সীমান্ত থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে শনিবার স্থানীয় ইসলামিক আদালতের সামনে একটি বাজার এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে। খবর বিবিসির।
যদিও কোনো কোনো গণমাধ্যমে নিহতের সংখ্যা ৬০ জনের মত বলে দাবি করা হচ্ছে। এছাড়া এ হামলার ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। বিদ্রোহীরা এ হামলার জন্য ইসলামিক স্টেটকে (আইএস) দায়ী করছে। তবে এখন পর্যন্ত কোনো গ্রুপ এই হামলার দায় স্বীকার করেনি।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ার মানবাধিকারবিষয়ক একটি পর্যবেক্ষক সংগঠন জানিয়েছে, এ বিস্ফোরণে নিহতদের মধ্যে ৬ জন বিদ্রোহী রয়েছেন, অন্যরা সবাই বেসামরিক নাগরিক বলে ধারণা করা হচ্ছে।
ওই পর্যবেক্ষকদলের প্রধান রামি আবদেল রহমান জানান, বিস্ফোরণে দগ্ধ হয়ে অনেকেরই চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করা যাচ্ছে না।
এর আগে গত নভেম্বরে বিদ্রোহীদের সদর দপ্তরের কাছে গাড়িবোমা হামলায় ২৫ জন নিহত হয়। একই মাসে বিদ্রোহীদের তল্লাশি চৌকির কাছে এক গাড়িবোমা হামলায় ১৭ জন নিহত হয়।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি, ২০১৬/মাহবুব